স্বাগতম আমার স্বপ্নের ছোট্ট পৃথিবীতে...

আমার আমি~

ভালোবাসি-পড়তে,লিখতে। ভালো লাগে-ঘুরতে, নতুন বন্ধু গড়তে। সব ভুলে যাই ইন্টারনেটে ব্রাউজের মুহূর্তে। ভালোবাসি-যে কাউকে, যে কোন কিছুকে। 100% স্বার্থহীন,নির্ভেজাল ভালোবাসা। স্বপ্নের ফেরিওয়ালা আমি। স্বপ্ন দেখি আবার দেখাই ও। হারিয়ে যাই গভীর রাতে রিমঝিম বৃষ্টির ছন্দে। মন মাতাল হয় পূর্ণিমা রাতে মায়াবী জোছনার টানে। মাঝে মাঝে রাত কাটে নিঃসঙ্গ আকাশের তারা গুনে। অসস্থি লাগে প্রিয় মুখে অপ্রিয় শুনতে। চোখ ছলছল করে আপনাজনের বিদায়ী মুহূর্তে। ভালো লাগে বিশ্বাসের পাত্র হতে। দুঃখিত হই প্রিয়জন ভুল বুঝলে। মানুষ হয়ে জন্মেছি তাই স্রষ্টার কাছে কৃতজ্ঞ। নগণ্য আমি কিন্তু ভাগ্যবান,এই অনুভূতি গ্রাস করে আমাকে। তবুও মাঝে মাঝে ইচ্ছে হয় সবকিছু ছেড়ে ছুঁড়ে বাউন্ডুলে হয়ে যাই। একা,সঙ্গীহীন,রাস্তার পর রাস্তা,অলিগলি, গন্তব্যহীন। আমারও ইচ্ছে হয় কাঁদি। আমি রিক্ত,আমি বঞ্চিত কিন্তু আমার কোন কষ্ট নেই। কারণ আমি স্বাধীন,তাই আমি সুখী...
Share/Save/Bookmark

For best veiwing

SiyamRupali-fonts

SolaimanLipi

Font-fixer

Download these fonts and paste into fonts folder in drive C:> Windows>

ডাউনলোড করুন



আমার আমি

Wednesday 5 August 2009 - - 0 Comments

ভালোবাসি-পড়তে,লিখতে। ভালো লাগে-ঘুরতে, নতুন বন্ধু গড়তে। সব ভুলে যাই ইন্টারনেটে ব্রাউজের মুহূর্তে। ভালোবাসি-যে কাউকে, যে কোন কিছুকে। 100% স্বার্থহীন,নির্ভেজাল ভালোবাসা। স্বপ্নের ফেরিওয়ালা আমি। স্বপ্ন দেখি আবার দেখাই ও। হারিয়ে যাই গভীর রাতে রিমঝিম বৃষ্টির ছন্দে। মন মাতাল হয় পূর্ণিমা রাতে মায়াবী জোছনার টানে। মাঝে মাঝে রাত কাটে নিঃসঙ্গ আকাশের তারা গুনে। অসস্থি লাগে প্রিয় মুখে অপ্রিয় শুনতে। চোখ ছলছল করে আপনাজনের বিদায়ী মুহূর্তে। ভালো লাগে বিশ্বাসের পাত্র হতে। দুঃখিত হই প্রিয়জন ভুল বুঝলে। মানুষ হয়ে জন্মেছি তাই স্রষ্টার কাছে কৃতজ্ঞ। নগণ্য আমি কিন্তু ভাগ্যবান,এই অনুভূতি গ্রাস করে আমাকে। তবুও মাঝে মাঝে ইচ্ছে হয় সবকিছু ছেড়ে ছুঁড়ে বাউন্ডুলে হয়ে যাই। একা,সঙ্গীহীন,রাস্তার পর রাস্তা,অলিগলি, গন্তব্যহীন। আমারও ইচ্ছে হয় কাঁদি। আমি রিক্ত,আমি বঞ্চিত কিন্তু আমার কোন কষ্ট নেই। কারণ আমি স্বাধীন,তাই আমি সুখী...

টেরাকপি- কপি করার দারুন সফটওয়্যার...

Saturday 1 August 2009 - - 0 Comments

টেরাকপি- কপি করার দারুন সফটওয়্যার। খুবই ভাল কাজ করে।

http://www.filehippo.com/download_teracopy/
এ টেরাকপির আপডেট ভার্শন পাওয়া যাবে।

সূত্র: ব্লগার অপরিচিত_আবির ভাইয়ের একটি মন্তব্য থেকে।